ডেস্ক রিপোর্ট : বিরাট কোহলির জমজমাট সেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এক পা এগিয়ে রোহিত শর্মার দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ভারত ৪২.৩ ওভারে জয় তুলে নেয়। কোহলির ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসের সঙ্গে ফিফটি করেন শ্রেয়াস আইয়ার।
কোহলি ওয়ানডে ফরম্যাটে ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তার এই ইনিংসে ছিল ৭টি চার। প্রায় ১৫ মাস পর ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন তিনি।
পাকিস্তানের ইনিংসে সৌদ শাকিল (৬২) ও মোহাম্মদ রিজওয়ানের (৪৬) ১০৪ রানের জুটি উল্লেখযোগ্য ছিল। তবে শেষ পর্যন্ত তারা ২৪১ রানে অলআউট হয়। ভারতের রান তাড়ায় রোহিত শর্মা (২০) ও শুভমন গিল (৪৬) ভালো শুরু দিলেও কোহলি ও আইয়ারের ১১৪ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত কোহলি বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন এবং ভারতকে জয় এনে দেন।
এই জয়ের মাধ্যমে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে।