Logo

মধ্যরাতে র‌্যাবের অভিযান: আরসার ৪ সন্ত্রাসী আটক

ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে অবস্থিত গার্ডেন সিটি ভবনে র‌্যাবের একটি অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে অবস্থিত গার্ডেন সিটি ভবনে র‌্যাবের একটি অভিযানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চারজন সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুইটি শিশু রয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ১২টার দিকে ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে ভবনের অন্য বাসিন্দারা জানিয়েছেন।

র‌্যাবের অভিযানে নেতৃত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। আটককৃত ব্যক্তিদের গাড়িতে তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন র্যাবের সদস্যরা।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকায় গার্ডেন সিটি ভবনের সামনে র্যাবের সদস্যরা অবস্থান নেয়। অভিযানকারী দলটি ভবনের ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে ঘরে ঢুকে অভিযান পরিচালনা করে। তবে অভিযানে কী কী জব্দ করা হয়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। র‌্যাবের এই অভিযানের বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।