Logo

মিরপুরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের জেরে এ ঘটনা ঘটতে পারে।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১ এলাকায় রনি নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর দাবি, মাদক কারবারে বাধা দেওয়ায় তাঁকে লক্ষ্য করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তবে পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের জেরে এ ঘটনা ঘটতে পারে।

গতকাল রোববার রাত ১০টার দিকে মিরপুর-১ এর চিলড্রেন পার্কের পাশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত রনি কবুতর ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, রনি এলাকায় মাদক কারবারের বিরোধিতা করায় তাঁকে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মো. জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, \রোববার রাত ১০টার দিকে মিরপুর-১ এর চিলড্রেন পার্কের পাশে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।\

এলাকাবাসীরা জানান, এর আগেও মিরপুর-১ এলাকায় মাদক কারবার, ছিনতাই ও আধিপত্য বিস্তারের চেষ্টায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।