টেকনোলজি ডেস্ক
ঢাকা: বাজারে একঘেয়ে স্মার্টফোনের ভিড়ে নতুন চমক নিয়ে হাজির হয়েছে লন্ডন-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং। তাদের সাব-ব্র্যান্ড CMF এর অধীনে সংস্থাটি উন্মোচন করেছে CMF Phone 2 Pro, যার আধা-মডুলার ডিজাইন এবং আকর্ষণীয় দাম প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে।
স্মার্টফোন প্রযুক্তির বিকাশের শুরুর দিকের উদ্ভাবনীতা যেন এখন হারিয়ে যেতে বসেছে—এমনটাই মনে করছেন অনেক প্রযুক্তি বিশ্লেষক। ঠিক সেই জায়গাতেই ভিন্ন চিন্তাভাবনা নিয়ে মাঠে নেমেছে নাথিং। ব্র্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই, যিনি OnePlus-এর সাফল্যের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবার বাজেট সেগমেন্টে নতুন উদ্ভাবনের বার্তা দিচ্ছেন।
গত বছর তাদের প্রথম ফোন CMF Phone 1 বাজারে এনে ইতিবাচক সাড়া পায় সংস্থাটি। সেই সফলতার ভিত্তিতেই এ বছর এসেছে CMF Phone 2 Pro। নাথিং এর অফিসিয়াল ওয়েবসাইট ও নির্দিষ্ট রিটেইল স্টোরে ফোনটি পাওয়া যাচ্ছে যার দাম ৳২৩০০০ থেকে শুরু।
প্রধান আকর্ষণ:
আধা-মডুলার ডিজাইন: ব্যবহারকারী নিজে চাইলে কিছু পার্টস কাস্টমাইজ করতে পারবেন
ইউনিক ডিজাইন ও সফটওয়্যার অভিজ্ঞতা
বাজেটের মধ্যেই প্রিমিয়াম ফিচার দেওয়ার চেষ্টা
তরুণ প্রজন্মকে লক্ষ্য করে ফিচার সেট তৈরি
বর্তমানে বাজারের অধিকাংশ স্মার্টফোন এক ধাঁচের ডিজাইন ও ফিচারে সীমাবদ্ধ। CMF Phone 2 Pro এই স্থবিরতা ভাঙার চেষ্টায় এগিয়ে এসেছে। ডিজাইনে ‘মজা’ যোগ করেই সংস্থাটি বোঝাতে চায়—স্মার্টফোন মানেই শুধু প্রয়োজন নয়, সেটা হতে পারে ব্যক্তিত্বেরও প্রকাশ।
বিশ্লেষকদের মতে, নতুন কোম্পানি হওয়ায় নাথিং এখনো বাজারের নিয়মের বাইরে গিয়ে ঝুঁকি নিতে পারছে। তবে এই উদ্ভাবনী ধারা তারা কতটা ধরে রাখতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/আফি
Comments 0