Logo

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে ৩ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে ৩ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে দুই জনের নামসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় মূল অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী জেলে থাকায় জামিন করানোর কথা বলে ইকবাল তাকে পাচদোনার একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে প্রথমে পানির সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়, এরপর ধর্ষণ করা হয়। পরে উকিল পরিচয়ে পাপ্পু ও অজ্ঞাত তিনজন তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে। ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন তাকে আটকে রেখে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে বারবার ধর্ষণ করা হয়।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।