বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: অ্যাপ স্টোরের নীতিমালা নিয়ে আবারও আইনি জটিলতায় পড়েছে টেক জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের একটি আদালতের কঠোর রায়ে আদেশ অমান্যের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালে ভিডিও গেম নির্মাতা এপিক গেমস কর্তৃক দায়ের করা একটি অ্যান্টিট্রাস্ট মামলার সূত্র ধরে এই রায় আসে। মামলায় অভিযোগ ছিল, অ্যাপল তাদের অ্যাপ স্টোরে এমন নীতিমালা চালু রেখেছে, যা বিকল্প পেমেন্ট পদ্ধতির সুযোগ সীমিত করে প্রতিযোগিতা ব্যাহত করছে।
সান ফ্রান্সিসকোর জেলা জজ ইয়ভোন গঞ্জালেজ রজার্স ৩০ এপ্রিল দেওয়া রায়ে বলেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে আদালতের ২০২১ সালের নির্দেশনা লঙ্ঘন করেছে। তিনি আরও জানান, অ্যাপল বিকল্প পেমেন্ট ব্যবহার নিরুৎসাহিত করতে \ভয় দেখানো বার্তা\ ব্যবহার করেছে এবং বাইরে থেকে কেনাকাটায় ২৭% ফি বসিয়েছে, যা পূর্বের নিষেধাজ্ঞার পরিপন্থী।
বিচারক রজার্স অ্যাপল এবং তাদের এক নির্বাহীর বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অবমাননার বিষয়টি তদন্তের জন্য ফেডারেল প্রসিকিউটরদের কাছে সুপারিশ করেছেন। একইসঙ্গে, তিনি তার রায় কার্যকর রাখার পক্ষে মত দিয়েছেন এবং অ্যাপলের দেরি করার কৌশলকে “ইচ্ছাকৃত বিভ্রান্তি” বলে মন্তব্য করেন।
অ্যাপল অবশ্য জানিয়েছে, তারা আদালতের আগের আদেশ লঙ্ঘন করেনি এবং নিয়ম মেনেই কার্যক্রম চালিয়েছে। তবে তারা ৯ম সার্কিট কোর্ট অব আপিলসে আপিল করবে বলে জানিয়েছে।
এপিক গেমসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায় নি।
সূত্র: রয়টার্স
বাংলাফ্লো/আফি
Comments 0