ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের নদের পাশে একটি ভাসমান নৌকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরিফুল ইসলাম ধনারচর চরের গ্রামের সুরুজ্জামালের ছেলে। এলাকায় তিনি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাতিজা হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশের ধারণা, আরিফুলকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মৃতের বড় ভাই আনোয়ার হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, \আজাদের সঙ্গে বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে আমার ভাই আরিফুলের বিরোধ ছিল। আমার ধারণা, তারাই তাকে হত্যা করে নৌকায় ভাসিয়ে দিয়েছে।\
রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি ভাসমান নৌকায় যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে এবং মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তিনি বলেন, \ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে নৌকায় ফেলে রেখে গেছে। মৃতের ভাই ইতিমধ্যে হত্যা মামলা দায়ের করেছেন।\
কুড়িগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, \কী কারণে খুন হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন। আসল ঘটনা উদঘাটন করে জানানো হবে।\