বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সোমবার (৫ মে)লন্ডনের গ্রিনিচ সময় বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উনি(ম্যাডাম)আগামীকাল(মঙ্গলবার)কাতার রয়েল অ্যাম্বুলেন্সের এয়ার ক্রাফটে সকাল ১০টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। আমরা আশা করছি যে,সময়মতই উনি ঢাকায় পৌঁছাবেন।
ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স)করে তিনি ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।
দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন,তবে আমাদের দলের তরফ থেকে একটা আবেদন আছে, দলের নেতা-কর্মীদের প্রতি.. আপনারা জানেন যে, কালকে এসএসসি পরীক্ষার একটা সাবজেক্ট পরীক্ষা আছে। যেহেতু ঢাকা বিমান বন্দর থেকে কাকলী পথ দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই, রাস্তার ওপরে যেন কেউ না দাঁড়ায়। যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতা-কর্মীরা যাতে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন এটা আমরা নির্দেশনা দিয়েছি।।
মির্জা ফখরুল আরও বলেন, পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই,তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। যারা ট্রাফিকের সঙ্গে জড়িত আছেন তাদের প্রতি।
তিনি আরও বলেন,আমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কাছে আমি আবেদন রাখতে চাই,কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘ্নিত না করেন, পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে যেন বাধার না পড়ে সেই ব্যাপারে সকলকে নজর রাখতে হবে।আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করবো যাতে পরীক্ষার্থীদের কেন্দ্র যেতে কোনো অসুবিধা না হয়।
এদিকে ঢাকায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসা ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে। গুলশানের ৮০ নং সড়কের ১ নং বাড়িটি ‘ফিরোজা’। পালাক্রমে পাহারা দিচ্ছে পুলিশ এবং চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স(সিএসএফ)এর সদস্যরা।
বাংলাফ্লো/এসএস
Comments 0