ডেস্ক নিউজ: বর্তমানে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকে রিল বা ভিডিও বানিয়ে ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান। এই পেশায় বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন অনেকে। তবে এই সব কিছুর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ফলোয়ারের সংখ্যা। তবে ইনস্টাগ্রামে কন্টেন্ট পোস্ট করার সময় বেশির ভাগ মানুষই কিছু ভুল করে থাকে।
যার কারণে তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ার পরিবর্তে কমতে শুরু করে। যদি কিছু নিয়ম মানা যায়, তাহলে ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা বাড়াতে পারেন। কী করবেন, রইল সেই টিপস।
রিল বা পোস্টের মান
অনেকেই রিল তৈরি করেন, কিন্তু তার মানের দিকে মনোযোগ দেন না। আজকাল মানুষ মানসম্পন্ন কন্টেন্ট দেখতে পছন্দ করেন। রিলে স্পষ্ট শব্দ থাকা উচিত। রিলের ভিজ্যুয়াল ও অডিও কোয়ালিটির দিকেও নজর দিতে হবে। এই বিষয়গুলোকে উপেক্ষা করলে কন্টেন্ট ভাইরাল হওয়ার সুযোগ কম।
রিলগুলো খুব লম্বা না করা
অনেকেই বড় দৈর্ঘ্যের ভিডিও বা রিল তৈরি করেন। অথচ মানুষের হাতে এখন সময় ও ধৈর্য কম। তাই বেশি বড় কিছু হলে তা দেখার আগ্রহ থাকে না। মানুষ দ্রুত বিরক্ত হয়ে পড়ে এবং ভিডিওর একটু শুরু হতেই স্ক্রল করে চলে যান। এতে আপনার কন্টেটে এনগেজমেন্ট টাইম কমে যায়।
চেষ্টা করুন ৩০-৪৫ সেকেন্ডের মধ্যে রিল বানিয়ে তা আপলোড করার।
অপ্রয়োজনীয়ভাবে হ্যাশট্যাগ ব্যবহার বন্ধ করুন। শুধু প্রয়োজন অনুযায়ী এবং ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করুন। যদি ভিডিওতে ফিল্টার প্রয়োগ করা যায়, তাহলে তা ব্যবহার করুন। এর সঙ্গে আপনার পোস্ট বা ভিডিওতে বন্ধুদের ট্যাগ করুন। যাতে আপনার বন্ধুদের অনুসারীরাও আপনার কন্টেন্ট দেখতে পায়।
সকাল ৬টা, ৯টা, দুপুর ১২টা থেকে ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৯টার মধ্যে কন্টেন্ট পোস্ট করার সময়। তাই সময় সম্পর্কে সচেতন থাকুন। আপনি এই সময়ে রিলগুলোর সময়সূচিও নির্ধারণ করতে পারেন। কী ধরনের কন্টেন্ট পোস্ট করছেন তার ওপর নির্ভর করে রিল আপলোডের সময় বেছে নিন।
জেবি