Logo

সাবেক ২২ ডিসির পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকারী ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৭(২)(সি) ধারা অনুযায়ী তাদের পাসপোর্ট বাতিলের পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকারী ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৭(২)(সি) ধারা অনুযায়ী তাদের পাসপোর্ট বাতিলের পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বাতিলকৃত পাসপোর্টধারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আবু হেনা মোরশেদ জামান, কামরুল হাসান, অতিরিক্ত সচিব হামিদুল হক, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, এসএম আলম, এনামুল হাবিব, শওকত আলী, রাব্বি মিয়া, ফয়েক আহমেদ, উম্মে সালমা তানজিয়া, সুভাস চন্দ্র বিশ্বাস, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মাসুদ করিম, কামরুন নাহারা সিদ্দিকা, আবু সালেহ মোহাম্মদ ফেরদাওস খান, তোফায়েল ইসলাম, আহমেদ কবির, সায়লা ফারজানা এবং তন্ময় দাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৫ ফেব্রুয়ারি পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্রমতে, পাসপোর্ট বাতিল হওয়া এই কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচার সরকারের আস্থাভাজন ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তারা বিভিন্ন জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় একদলীয় স্টাইলের নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরে ভোট কারচুপির পুরস্কার হিসেবে তাদের দ্রুত পদোন্নতি ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে আহমেদ কবির জামালপুরে, মোখলেসুর রহমান গোপালগঞ্জে, হামিদুল হক ঝালকাঠি, ওয়াহিদুল ইসলাম মাদারিপুর, আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান মানিকগঞ্জ, সুভাস চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ, রাব্বি মিয়া নারায়ণগঞ্জ, ফয়েজ আহাম্মদ বগুড়া, সায়লা ফারজানা মুন্সীগঞ্জ, উম্মে সালমা তানজিয়া ফরিদপুর এবং দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গাজীপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।