Logo

শাহজাহানপুরে মুদি ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

শাহজাহানপুরে মুদি ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় দুর্বৃত্তরা এক মুদি ব্যবসায়ীর দুই হাতের রগ কেটে দিয়েছে। ভুক্তভোগী রুহুল আমিন (৫৫) স্থানীয় একটি মুদি দোকানের মালিক। রোববার (৯ মার্চ) সকাল ৬টার দিকে পানির পাম্পের কাছে এ হামলা চালানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডি ও ডিবির ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত করছে।

ভুক্তভোগীর শ্যালক আমানউল্লাহ জানান, সকালে দোকান খোলার সময় ২-৩ জন অজ্ঞাত দুর্বৃত্ত রুহুল আমিনের চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তার দুই হাতের রগ কেটে দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি শাহজাহানপুরে একটি ভাড়াবাড়িতে থাকেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে কাজ করছে।