নিজস্ব প্রতিবেদক: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২ মার্চ) দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাসে থাকা ২০-২৫ জন যাত্রীর মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী যাত্রী নাজমুল হুদা জানান, আশুলিয়ার শ্রীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। পুলিশ টাউন এলাকায় বাসটি থামলে ৫-৬ জন ডাকাত সদস্য বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর বাসের চালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাসটি থানায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।