গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গতকাল রাত ৯টার দিকে তার অসুস্থ সন্তানের জন্য ছুটি চেয়েছিলেন। তবে কারখানার এপিএম মতিউর রহমান তাকে ছুটি না দিয়ে পরিচয়পত্র জমা দিয়ে বাড়ি যেতে বলেন। বুধবার ভোরে পরিচয়পত্র ছাড়া কারখানায় প্রবেশ করতে না পেরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তিনি নিহত হন। পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুলকে তাদের কর্মী না বলে দাবি করে, যা নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা দাবি করেন, ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণপোষণ ও ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে, মহাসড়ক অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়েছে এবং রাস্তার দুপাশে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
ঘটনাস্থলে শিল্পপুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, \আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।\