Logo

সঠিক আইন প্রয়োগ হলে সব যুদ্ধে জয় সম্ভব: প্রধান উপদেষ্টা

পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন, গণতন্ত্র ও নাগরিক অধিকার টিকিয়ে রাখতে পুলিশই সম্মুখ সারির মানুষ

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, \আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং শৃঙ্খলা বজায় রাখা যায়, তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।\

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, \পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন, গণতন্ত্র ও নাগরিক অধিকার টিকিয়ে রাখতে পুলিশই সম্মুখ সারির মানুষ। নতুন বাংলাদেশ গড়তে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।\

সভায় ১২৭ জন মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, \নির্বাচন যতই কাছে আসবে, ষড়যন্ত্র ততই বাড়বে। শান্তি নষ্টের চেষ্টা রুখতে পুলিশকে যুদ্ধাবস্থার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।\

বাংলাদেশের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, \জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে। বিশ্ব নেতৃত্বের কাতারে পৌঁছানোর সম্ভাবনা আমরা যেন হেলায় হারিয়ে না ফেলি।\