Logo

সুন্দরবনের আগুন না নিভলেও নিয়ন্ত্রণে আছে

বনবিভাগের রাতভরের প্রচেষ্টায় সুন্দরবনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৩ মার্চ) ভোর ছয়টা থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস আগুন নেভানোর কার্যক্রম শুরু করেছে।

বাগেরহাট প্রতিনিধি: বনবিভাগের রাতভরের প্রচেষ্টায় সুন্দরবনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৩ মার্চ) ভোর ছয়টা থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস আগুন নেভানোর কার্যক্রম শুরু করেছে।

বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, সারারাত বনবিভাগ আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা সম্পন্ন হয়েছে। ফলে এখন আগুন আর ছড়ানোর সুযোগ নেই। সকাল থেকে বনবিভাগ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পানির উৎস দূরে হওয়ায় আগুন নেভাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে।

তিনি আরও জানান, বনবিভাগের ছোট দমকল দিয়ে স্বল্প পরিসরে পানি ছিটানো হচ্ছে। তবে আগুনের আর বিস্তৃতি ঘটার সম্ভাবনা নেই। ৩-৪ একর জায়গার মধ্যেই আগুন সীমাবদ্ধ রয়েছে। আগুন নেভাতে সময় লাগবে, তবে নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি