টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ২০ জন ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিকে নিয়ে প্রবেশ করেছেন সাবেক সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি। শনিবার (৮ মার্চ) সকালে টাঙ্গাইল সদরের ছোট কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মিস্টি জানান, বাড়িটি পাগলদের আশ্রম হিসেবে ব্যবহার করা হবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলার ঘোষণা আগেই ফেসবুকে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন আশ্রম তৈরির প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই ব্যক্তির নাম উল্লেখ করেননি।
স্থানীয়রা আবাসিক এলাকায় এমন আশ্রম স্থাপনের ঘোষণায় অস্বস্তি প্রকাশ করেছেন। জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও পাঁচ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন। গত ফেব্রুয়ারিতে তার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
মারইয়াম মুকাদ্দাস মিস্টি জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তবে গত অক্টোবরে কেন্দ্রীয়ভাবে সমন্বয়ক টিম বিলুপ্ত করা হয়। বর্তমানে তিনি নিজেকে ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে দাবি করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান কমিটির সদস্য নন। সংগঠনের জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ বলেছেন, মিস্টির কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না।