Logo

ট্রেনে আগুন: আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে‌ ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন। ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেড়টা দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির-উজ-জামান জানান, চলন্ত ট্রেনে আগুন লাগলে ট্রেনটির থামানো হয়। এ সময় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

শ্রীপুর ফায়ার সার্ভিস এর ওয়ার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রেনের আগুন পুরোপুরিভাবে নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের জেনারেটার অতিরিক্ত হিট হওয়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের জেনারেটরের বগিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেনটি থামানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের আগুন নিভায়। এসময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0