জোরাল আবেদনে সাড়া দেওয়ার পর রিভিউ না নিয়েই ফেরেন সাদমান। ভাঙে ১৪৫ বল স্থায়ী ৬৮ রানের জুটি।
দেশের বাইরে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়ে ৫ উইকেট নিলেন নাঈম হাসান, বাংলাদেশকে এনে দিলেন ১০ রানের লিড।
বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনজনকে এডভারজার কমিটিতে মনোনীত করা হয়। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও ব্যারিস্টার শাইখ মাহাদী।
স্টুয়ার্ট ব্রড ২০২৩ সালের জুলাই এবং জেমস অ্যান্ডারসন ঠিক এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতীয় এই তারকা ব্যাটার জানান, ‘একই সময়ে ইংল্যান্ডের বোলিং লাইনআপে যথেষ্ট গোলাবারুদ মজুদ আছে। কেউ কম অভিজ্ঞ বলে আমরা তাদের হালকাভাবে নিতে চাই না, কারণ আমরাও বয়সে তরুণ দল।
বিপিএলের গত আসরে অনেক কিছুই হযবরল অবস্থায় ছিল। ক্রিকেটারদের পারিশ্রমিকসহ নানা কিছুতে এই আসর হয়েছে কলঙ্কিত। ৬ মাস পেরিয়ে গেলেও বেশ কিছু ফ্যাঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিক এখনও পরিশোধ করেনি।
ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন বিসিবির নতুন সভাপতি বুলবুল। বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনি তিনজনকে এডভারজার কমিটিতে মনোনীত করেন। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী।
নিজেদের প্রথম ইনিংসে ৯৩ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ মে এমএলএসে মনট্রিয়ালের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আলবা।
বোম্বে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি এবং রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি পরিশোধ করতে হবে বিসিসিআইকে। কোচি টাস্কার্স কেরালার মালিকানা ছিল এই দুই প্রতিষ্ঠানের হাতে।
তিনি বলেছিলেন, ‘আমি তাদের শত্রু নই। আমরা সবাই নিজেদের জানপ্রাণ উজাড় করে দিয়ে খেলি। আমাদের মাঝে বন্ধুত্ব রয়েছে। আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটেও তাদের সাথে অনেক খেলেছি আমি। সবাই আমরা বেশ ভালো বন্ধু।’
তিনি এবার সুখবর দিয়েছেন দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দলে ফিরতে যাচ্ছেন টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
কয়েক দশকে শ্রীলংকা আইকনিক সব ওপেনারের উত্থান হয়েছে, যারা একটা সময় বিশ্বক্রিকেট শাসন করেছেন।
গতকাল মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তানজিদ হাসান তামিম বলেন, ‘আমাদের এখানে প্রস্তুতি অনেক ভালো হয়েছে। সবাই অনেক কষ্ট করছি।
বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের ২৫ বছর টেস্ট পূর্তি উপলক্ষ্যে বিশেষ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠান।