স্পোর্টস ডেস্ক
ঢাকা: শারীরিক অসুস্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি মেহেদী হাসান মিরাজের। সবকিছু ঠিক থাকলে আগামীকাল কলোম্বোতে শেষ টেস্ট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কা দলের জন্য মিরাজ হুমকি হবে কি না এমন প্রশ্নের জবাব দিলেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া বলেন, 'মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।'
শেষ টেস্টে শান্ত-মুশফিকের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ধনঞ্জয়া বলেন, 'অবশ্যই, বাংলাদেশ আন্তর্জাতিক দল। গত কয়েক সিরিজ ধরে তারা খুবই ভালো করছে। এমন উইকেট কাজে লাগাতে হয়। আমরা আর্লি ব্রেক থ্রুর পরও শান্ত ও মুশফিক খুব ভালো করেছে, প্রয়োজনীয় রান তুলে ম্যাচে দাপট দেখিয়েছে।'
কলোম্বো টেস্টের উইকেট নিয়ে ধনঞ্জয়া বলেন, 'আমার মিডিয়ায় এমনটা আগেও বলেছি, এটা হবে একটি ফ্ল্যাট উইকেট। সাধারণত এমন উইকেটেই খেলা হয়, কারণ শেষ দুই দিনে বল একটু টার্ন করে। আমি মনে করি একটু স্পিন থাকবে, হয়তো শেষ দিকে এসে সেটা আরও দেখা যাবে। তাই এটার জন্য প্রস্তুতি নিতে হবে।'
'আমি এখন যেমন বলছি, প্রথম ইনিংসে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম ইনিংসে বড় রান করতে পারেন, তাহলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যাবে এবং ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জেতা সম্ভব হবে।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0