নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ১,৪৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৯০৮ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত মোট ৮,৬৬৪ জন গ্রেফতার হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে গ্রেফতারের সময় ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, ৩টি কার্তুজ, ১টি লোহার দা এবং ৬টি চাকু/ছোরা/সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন, যাদের মধ্যে কাশেম খান নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হামলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।