Logo

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার রেডপাথ আর নেই

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড। তিনি বলেন, ‘ইয়ান ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের অন্যতম উজ্জ্বল তারকা। তার অনমনীয় খেলার মানসিকতা ও শৈলী ক্রিকেট ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবে।’

রেডপাথ

স্পোর্টস ডেস্ক:

এক সময়ের কিংবদন্তি ওপেনার ইয়ান রেডপাথ আর নেই। অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম এই ওপেনার ৮৩ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা গেলেন। ১৯৬৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটিং মহারথি। রেডপাথ ছিলেন অস্ট্রেলিয়ার সোনালি যুগের প্রতীক, যার ব্যাটিং দৃঢ়তা ও টেকসই মানসিকতা তাকে অসাধারণ করে তুলেছিল। রেডপাথের অভিষেক হয় ১৯৬৪ সালে, মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম টেস্ট সেঞ্চুরি করতে তাকে অপেক্ষা করতে হয় ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি টেস্ট পর্যন্ত। তার ক্যারিয়ারে তিনি করেছেন ৪ হাজার ৭৩৪ রান, গড় ছিল ৪৩.৪৫। টেস্টে ৮টি সেঞ্চুরির পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। ১৯৬৯-৭০ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৩২ রান নিয়ে রেডপাথ গড়েন এক ব্যতিক্রমী রেকর্ড। হেলমেটবিহীন যুগে, প্রতিকূল পরিস্থিতিতে উইকেট আঁকড়ে ধরে খেলার দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ১৯৭৫ সালে ভিক্টোরিয়া রাজ্য থেকে এমবিই খেতাবে ভূষিত হওয়া রেডপাথ ২০২৩ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে স্থান পান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড। তিনি বলেন, ‘ইয়ান ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের অন্যতম উজ্জ্বল তারকা। তার অনমনীয় খেলার মানসিকতা ও শৈলী ক্রিকেট ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবে।’ চলতি বছর গিলং ক্রিকেট ক্লাব তাদের স্কোরবোর্ড রেডপাথের নামে নামকরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ইয়ান রেডপাথের অবদান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু অস্ট্রেলিয়া এবং বিশ্ব ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি।


বিএফ/এসএস