নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদকে পাঁচ দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তিন দিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট জিএম ফারহান এসব আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, এছাড়া ভাটারা থানার মামলায় তিন দিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারীকে।
একই আদালত রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে বলেও জানান তিনি।
জেবি