নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন একুশে টিভি (ইটিভি) ভাঙচুরের হুমকির অভিযোগে এক জামায়াত নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ইটিভি কর্তৃপক্ষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেজগাঁও থানায় এই জিডি করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় জানা যায়, জামায়াত নেতা সাইফুল ইসলাম মিঠু একুশে টিভির ক্যামেরাম্যান মোহাম্মদ রুমি হাসান তালুকদারের সঙ্গে মান্ডা গ্রিন মডেল টাউন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তর্কে জড়িয়ে পড়েন। পরে মিঠু ইটিভির কর্মীদের হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে লেখেন, ‘চাকরিচ্যুত করতে হবে এ ক্যামেরাম্যানকে, না হলে একুশে টেলিভিশন ভাঙচুর হবে।’
এ ঘটনায় ইটিভির কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হুমকিদাতা জামায়াত নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জিডি গ্রহণ করেছে।
এ বিষয়ে সাইফুল ইসলাম মিঠুর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।