Logo

ইসরায়েলে তিনটি বাসে বিস্ফোরণ, সর্বোচ্চ সতর্কতা জারি

ইসরায়েলের তেল আবিব শহরতলির দুটি এলাকায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একে একে তিনটি বাসে বিস্ফোরণ ঘটে।

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের তেল আবিব শহরতলির দুটি এলাকায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একে একে তিনটি বাসে বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটে ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে, যেখানে যাত্রীশূন্য বাসগুলোতে বিস্ফোরণ ঘটে। পুলিশ এটি একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ধারণা করছে।

বিস্ফোরণের পর পুলিশের কাছে খবর এসেছে যে, আরও দুটি বাসে বিস্ফোরক রাখা হলেও তা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণটি ভুল সময়ে ঘটানো হতে পারে, যা আরও বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেছে বলে মনে করছে পুলিশ।

এ ঘটনার পর ইসরায়েলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বাস, ট্রেন ও লাইট রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, যাতে বিস্ফোরক খুঁজে বের করা সম্ভব হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বাস পার্কিং লটে আগুনে জ্বলছে এবং কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের মুখপাত্র আরিয়ে দোরন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, \যে কোনো সন্দেহজনক ব্যাগ বা বস্তু দেখলে আমাদের জানাবেন।\