Logo

এক যুগ পর ভাইয়ের বাসায় খালেদা জিয়া

শনিবার রাত সাড়ে ৯টায় নীল রঙের একটি গাড়ি করে ছোট ভাইয়ের বাসায় পৌঁছান খালেদা জিয়া।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছোট ভাই শামীম এস্কান্দারের বাসা ঘুরে এলেন।

শনিবার রাত সাড়ে ৯টায় নীল রঙের একটি গাড়ি করে ছোট ভাইয়ের বাসায় পৌঁছান খালেদা জিয়া। এবং নিজের বাসা ‘ফিরোজা’য় ফেরেন রাত ১টা ৪৫ মিনিটে।

রাজধানীর গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসা ঘুরতে গেলে তার সঙ্গী ছিলেন দুই পূত্রবধূ- বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকার স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে তারা ওই বাসায় গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন,গুলশানের ৪২ নম্বর সড়কে শামীম এস্কান্দারের ২৪/বি বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান ছোট ভাই শামীম এস্কান্দার, তার সহধর্মিনী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের সহধর্মিনী নাসরিন আহমেদ, সেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা।

শিমুল বিশ্বাস আরও বলেন,ম্যাডাম এমনিতেই সচরাচর বের হন না। পরিবারের এক অনুষ্ঠানে তিনি সেখানে গেছেন,পরিবারের সদস্যরা ম্যাডামকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছেন।বিশেষ করে ম্যাডামকে কাছে পেয়ে ছোট শিশুদের খুশির শেষ ছিল না।

চলন্ডনে চিকিৎসা নিয়ে চার মাস পর ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেরার সেই যাত্রা রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর সেদিনই প্রথম তাকে জনসম্মুখে এমন আয়োজনে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন,খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/এসএস

Leave a Comment

Comments 0