Logo

এবার এলো 'বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’

আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানের ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর তোপখানা সড়কের শিশু কল্যাণ পরিষদ ভবনে দলটির আত্মপ্রকাশ হয়।

নতুন দলের আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর ঘোষণাপত্র পাঠ করেন। সেই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম ৩৭ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে আছেন এ টি এম মমতাজুল করিম, এ কে সামসুল হক, মুফতি মহিউদ্দিন, মুফতি আবদুল হালিম, এনাম জয়নাল আবেদীন, এম হাবিব উল্লাহ, ফারুক আলম, জি এম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, খোদাদাদ খান, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর, ফিরোজ আলম মো. হাসান আলী।

দলের আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, ওসমান গনি খোকন, রেজাউল হক রেজা ও গিয়াসউদ্দিন শাহিন দায়িত্ব পেয়েছেন। দলের সদস্যসচিব করা হয়েছে মামুনুর রশীদ মামুনকে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ইশারুল হোসেন, যুগ্ম সদস্যসচিব মোল্লা জমির উদ্দিন এবং সালেহ আহমেদ দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মনির হোসেন মনির, মো. নিজামুদ্দিন ভূঁইয়া, শাহ মো. মোতাহার উদ্দিন তপন, কাজী সরোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, মোশারফ হোসেন দুলাল, সারোয়ার হোসেন জাহান, সালাউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ, তাজরিয়ান আলম, শফিকুল ইসলাম ও শামীম মিয়া।

অনুষ্ঠানে জানানো হয়, দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে দলের পদসংখ্যা আরও বাড়ানো হতে পারে। এ ছাড়া পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে জাতীয় কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, সর্বোচ্চ পরিষদ, ঢাকা মহানগর, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন, গ্রামসহ দেশব্যাপী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান ইয়াসির আখতার, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম আর করিম, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এ আর খান, ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ন্যাপ-ভাসানী পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম প্রমুখ।

৫ আগস্টের পর গত আট মাসে দুই ডজন নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। সর্বশেষ গত শুক্রবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে।

বাংলাফ্লো/এসএস





Leave a Comment

Comments 0