Logo

এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে

বাংলাদেশে সরকারি-বেসরকারি অফিস, মসজিদ, বাসাবাড়ি এবং সচিবালয়ে এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চালানো যাবে না

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সরকারি-বেসরকারি অফিস, মসজিদ, বাসাবাড়ি এবং সচিবালয়ে এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চালানো যাবে না। যদি এসি এর নিচে চালানো হয়, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, এমন ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা জানান। উপদেষ্টা জানান, এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে এবং নির্দেশনা লঙ্ঘিত হলে সে এলাকায় লোডশেডিং করা হবে।

এছাড়া, গ্রীষ্মকালীন মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরও গরমের সময়ে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। ২০২৪ সালের ৩০ এপ্রিল ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল, যা সাময়িক হিসাব।

উপদেষ্টা জানান, রোজার মাসে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।