Logo

খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানি আজ সোমবার আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানি আজ সোমবার আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। রবিবার (২ মার্চ) শুনানির জন্য নির্ধারিত থাকলেও দুদকের আইনজীবীরা আরেক আসামি জিয়াউল ইসলামের বিরুদ্ধে আপিলের বিষয়ে সময় চাওয়ায় শুনানি পিছিয়ে দেওয়া হয়।

গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করে। এর আগে, একই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সাজা দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ শুনানি পরিচালনা করবেন।