চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন তিনটি কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে এবং নতুন কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি এবং সংগঠক আবু বাছির নাঈম। তারা জানান, আজ বেলা ৩টার মধ্যে ওই তিনটি কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিন দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেগুলো হলো: ১. আজ (মঙ্গলবার) বেলা ৩টার মধ্যে কমিটি বাতিল করা, ২. অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এবং ৩. কমিটিতে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নাম-পরিচয় ৩ দিনের মধ্যে প্রকাশ করা।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কমিটিতে সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়নি এবং নারী হেনস্তা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে একপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি, এবং নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার নতুন কমিটিগুলোর অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল। এসব কমিটিতে মোট ৭৫৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।