নিজস্ব প্রতিবেদক: চার দিনের বাংলাদেশ সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ঢাকা ছেড়ে চলে গেছেন। আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
ঢাকা ত্যাগের আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন। এ সময় উভয়ে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। ফোনালাপ শেষে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।
জাতিসংঘ মহাসচিব গত বৃহস্পতিবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় শিশুরা তার হাতে ফুল তুলে দেয়।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন।
তৃতীয় দিনে শনিবার সকালে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে বৈঠক করেন। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে গোলটেবিল বৈঠক এবং তরুণ প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। সংবাদ সম্মেলনের পর ইফতার ও আর্লি ডিনারে যোগ দেন।
এ সময় তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন।