ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শড়াতলা গ্রামে বাদ্যযন্ত্র ব্যবহার এবং তৃতীয় লিঙ্গের মানুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় সমাজপতিরা। গ্রামের দেয়ালে সাঁটানো নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, বাদ্যযন্ত্র বাজানো বা হকারি করার জন্য ৪ হাজার টাকা জরিমানা করা হবে এবং তৃতীয় লিঙ্গের মানুষদের গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, গ্রামের ৯৫% মানুষ শিক্ষিত এবং ২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে ১৮ জন স্থানীয় নেতা, শিক্ষক, ইমাম ও সমাজসেবকের স্বাক্ষর রয়েছে।
স্থানীয়রা জানান, উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজানো এবং তৃতীয় লিঙ্গের মানুষদের কার্যক্রমে গ্রামবাসীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনাও উঠেছে। অনেকের মতে, এটি ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের লঙ্ঘন।
ঝিনাইদহের বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনূর আলম লিটন বলেন, \এটি বেআইনি এবং সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা।\ তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক-উজ-জামান বলেন, \এটি আইনবিরোধী। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।\
গ্রামবাসীর এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। অনেকে এটিকে সামাজিক অবক্ষয় রোধের পদক্ষেপ বলে দেখলেও অনেকেই এটিকে অন্যায় ও বৈষম্যমূলক বলে মনে করছেন।