Logo

প্রধান উপদেষ্টা'র সেই জনগন কারা?—প্রশ্ন আমির খসরুর

এতো আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়।

আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে আল-জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস যে জনগনের কথা বলেছেন ‘সেই জনগণ কারা’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মিত্র শরিক ন্যাপ-ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে আলাদা আলাদা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রশ্ন রাখেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,এই জনগন বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠি সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগনের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো দেশি বিশেষ সুবিধাভোগীরা গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে, মুখোমুখি করছে… এটা তো কারো বুঝতে কোনো কারণ নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে…।

গত সপ্তাহে আর্থনা সামিটে অংশ নিতে দোহা সফরে গিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন মুহাম্মদ ইউনূস।রোববার রাতে সেই সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা।

প্রধান উপদেষ্টা এও বলেছেন,ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সেরে ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন হবে,তার পরে নয়।

আমির খসরু বলেন, এতো আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়। ১৬ বছরের যুদ্ধটা ছিলো বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার অর্ডারটা ফিরিয়ে আনার জন্য, জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগনের মালিকানা ফিরিয়ে আনার জন্য।

তিনি আরও বলেন,এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হলে জনগনের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেয়ার জন্য এই বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রাম করে নাই,এতো ত্যাগ স্বীকার করে নাই।আর কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে… সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই।

‘নির্বাচন প্রসঙ্গে’

আমির খসরু বলেন,বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ অবসানে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আমাদের সাথে যারা রাস্তায় ছিলো ইতিমধ্যে ৫০টি দল পরিস্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরে আগে নির্বাচন দিতে হবে। এবং সাথে সাথে সংস্কারের যে কথা বলা হয় যে সংস্কারগুলোতে ঐকমত্য হবে । সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষন ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ।

ন্যাপ-ভাসানীর নেতৃত্বে দেন দলটির চেয়ারম্যান আজহারুল ইসলাম।আমজনতার দলের নেতৃত্ব ছিলেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল মশিউজ্জামান এবং বাংলাদেশ পিপলস পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আখতার।

বাংলাফ্লো/এসএস 

Leave a Comment

Comments 0