Logo

মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখসহ ৪ জনের রিমান্ড

মাগুরায় এক শিশু ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখকে ৭ দিনের রিমান্ডে এবং বাকি তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিচারের দাবিতে আদালত চত্বরে ভিড় করেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় এক শিশু ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখকে ৭ দিনের রিমান্ডে এবং বাকি তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৯ মার্চ) গভীর রাতে রিমান্ড শুনানি শেষে আদালত এ রায় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। তদন্তকে ত্বরান্বিত করতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকাবাসীও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সব তথ্য উন্মোচন করা হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।