Logo

রমজানে দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আহ্বান জামায়াত আমিরের

রমজানে দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ সব ধরনের “অশ্লীলতা” বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি দেশবাসীকে কোরআনের শিক্ষার আলোকে সমাজ বিনির্মাণের লক্ষ্যে রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করারও আহ্বান জানান। তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের সামনে সমাগত। এ মাসের শেষ ১০ দিনে রয়েছে পবিত্র লাইলাতুল ক্বদর, যা হাজার মাসের চেয়েও উত্তম।’

তিনি আরও বলেন, ‘দেশবাসী এমন এক সময় রমজান পালন করতে যাচ্ছে, যখন দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জালিমের হাত থেকে মুক্ত হয়ে জনগণ এখন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে।’ তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে।’

জামায়াত আমির অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসর অসৎ ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধি করার সুযোগ যেন না পায়, সেদিকে সরকারকে কঠোর নজরদারি করতে হবে। দরিদ্র লোকরা যেন রমজানের সিয়াম সহজে পালন করতে পারে, সেজন্য ভর্তুকি দিয়ে চাল, ডাল, তেল, মাছ, গোশত, তরি-তরকারি, চিনি, খেঁজুর, ছোলা, মুড়ি ইত্যাদি দ্রব্যের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে আনতে হবে।’