Logo

রাজশাহী স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষ

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুটি ট্রেনের মধ্যে একটি ওয়াশপিটে পরিষ্কারের জন্য যাচ্ছিল, আর অন্যটি সেখান থেকে বের হওয়ার সময় ভুল সিগন্যালের কারণে একই লাইনে চলে আসে। ফলে সংঘর্ষের কারণে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনগুলোতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াশপিট থেকে বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস, তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইনে ঢুকে পড়ে ধূমকেতু এক্সপ্রেস। ফলে সংঘর্ষের কারণে দুই ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়। তবে যাত্রী না থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রেন দুটির উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে এতে কিছুটা সময় লাগবে। ট্রেনগুলোর যাত্রা নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হবে, তবে যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।