যশোর প্রতিনিধি: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীকে মঙ্গলবার রাতে যশোর থেকে আটক করা হয়েছে। এ সময় তাঁর শ্যালক জাকির হোসেনকেও হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় শিক্ষার্থী আন্দোলনকারীরা শ্যামলছায়া পার্কের প্রধান ফটক ঘিরে প্রতিবাদ জানাতে শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, মিয়াজী এবং তাঁর শ্যালক দীর্ঘদিন ধরে তাঁদের মালিকানাধীন পার্কে আত্মগোপন করে ছিলেন। আন্দোলনকারীরা গ্রেপ্তার না করা পর্যন্ত পার্ক ত্যাগ করবেন না বলে জানিয়ে দেন।
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। রাতে, প্রায় সাড়ে ১১টায় মিয়াজী ও তাঁর শ্যালককে আটক করা হয় এবং তাদের যশোর ডিবি অফিসে নেওয়া হয়। তদন্তের প্রক্রিয়া চলছে।
মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী ২০১৮ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে যশোর এবং ঝিনাইদহে বহু জমি জবরদখলের অভিযোগ রয়েছে।