Logo

শিগগিরই দেশে ফিরতে পারেন বেগম জিয়া: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা অনুমতি দিলে তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন

খালেদা জিয়া (ফাইল ছবি )

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা অনুমতি দিলে তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে নিয়মিত বেগম জিয়ার চিকিৎসা পরীক্ষা করছেন।

তিনি আরও বলেন, ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং নাতি-নাতনিদের সান্নিধ্যে থেকে বেগম জিয়া মানসিকভাবে আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন। ডা. জাহিদ সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।