নিজস্ব প্রতিবেদক : ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনের বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়েছিল বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন তিনি।
এক ফেসবুক পোস্টে ইকবাল করিম ভুঁইয়া বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠলেও তিনি পেশাদারিত্ব বজায় রেখেছিলেন এবং সেনাবাহিনীকে রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে রাখতে পেরেছিলেন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে পশ্চিমা কূটনৈতিকদের চাপে আওয়ামী লীগ ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও তাদের অভিযোগের পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে দাবি করেন সাবেক সেনাপ্রধান।
ইকবাল করিম ভুঁইয়া মনে করেন, রাজনৈতিক সংকটের সমাধান রাজনীতিবিদদের দায়িত্ব, সেনাবাহিনীর নয়। তিনি বলেন, \নির্বাচনের মতো অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর কখনোই জড়িত হওয়া উচিত নয়।\