নিজস্ব প্রতিবেদক: সরকার ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই দিবসটি ‘গ’ শ্রেণীভুক্ত হিসেবে পালিত হবে।
আজ রবিবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়। উপসচিব তানিয়া আফরোজ ওই পরিপত্রে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে এটি সরকারি ছুটি না হওয়ায় জাতীয় দিবস হিসেবে ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।
এছাড়া, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ঘটে মানবিজ্ঞানিক হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা ও মোট ৭৪ জন নিহত হন। সেই শোকাবহ দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করার মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো।