বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার কেনো হবে না এমন প্রশ্নও তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন- এ নিয়ে মানুষকে দ্বিধা দ্বন্দ্বে ঘোরানোর অভিযোগও করেন তিনি।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ছাত্রদের এপিএস’র নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ভয়ঙ্কর। মন্ত্রণালয়ে কেনো ছাত্রদের কমিটি থাকবে এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এতে ছাত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সমাজের কিছু লোক আছে, যারা ছাত্রদের বিপথগামী করছে, প্রলোভন দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস। আট মাস হয়ে গেলো বিএনপি নেতাকর্মীদের নামে মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেলো কিন্তু বিএনপি নেতাকর্মীদের গুলো হলো না।
বাংলাফ্লো/এসকে
Comments 0