Logo

দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন। গত সপ্তাহের বুধবারে রওনা হয়ে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রবিবার করাচিতে পৌঁছায়। সেখান থেকে সোমবার রাতে দুবাই হয়ে মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

একটি কূটনৈতিক সূত্র জানায় যে সবাই সুস্থ অবস্থায় আছে। বাংলাদেশিদের মধ্যে তিনজন রোগী ছিল এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে।

আরেকটি সূত্র জানায়, তেহরানে অবস্থার উন্নতি হচ্ছে এবং আশা করা হচ্ছে চলতি সপ্তাহেরে মধ্যে বিমান যোগাযোগ শুরু হবে। এর ফলে ইরান থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের বিমানপথে ফেরত পাঠানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময়ে তেহরান আক্রান্ত হলে সেখান থেকে বাংলাদেশিদের সরে যেতে হয়। এদের মধ্যে যারা বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদেরকে সরকারি ব্যবস্থায় ফেরত আনার কথা জানানো হয়।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0