Logo

২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গঠিত এই দলটি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, \অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সময়ের দাবি একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন। আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই লড়াই চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।\

সারজিস আলম আরও বলেন, \জাতীয় সংসদ ভবনকে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সামনে রেখে আমরা নতুন রাজনৈতিক দলের শপথ নিতে চাই। যুগের পর যুগ এই সংসদ ভবনকে ব্যক্তিগত, গোষ্ঠীগত ও দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা তা পরিবর্তন করতে চাই।\

তিনি জানান, নতুন রাজনৈতিক দলটি ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নতুন এই রাজনৈতিক দলটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের পরিবর্তন আনবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।