Logo

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগকারী ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে ছাত্রদলে যোগ দিয়েছেন প্রায় ৩০ জন নেতাকর্মী।

বুধবার (২১ মে) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় তারা ছাত্রদলে যোগদান করেন।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

ছাত্রদলে যোগদানের কারণ বর্ণনা করে মাশরাফি মোর্তজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহবায়ক পদ দেয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।”

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন,“আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন- এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

কর্মীসভায় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব এবং আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী সহ অনেক নেতৃবৃন্দ।নতুনদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0