Logo

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত হিজবুল্লাহর ৪০০০ যোদ্ধা

গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় ২ হাজার সদস্য নিষ্ক্রিয় হয়ে যান।

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ৪ হাজার যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে। তাদের মধ্যে হিজবুল্লাহর কমান্ডার ও শীর্ষ নেতারাও ছিলেন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন গোষ্ঠীটির প্রায় ৪ হাজার সদস্য নিহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষের এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে।

আল-হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় ২ হাজার সদস্য নিষ্ক্রিয় হয়ে যান। বিপুলসংখ্যক যোদ্ধার প্রাণহানির ঘটনার পরও বর্তমানে হিজবুল্লাহর প্রায় ৬০ হাজার সদস্য সক্রিয় রয়েছেন।

সৌদি এই সংবাদমাধ্যম বলেছে, লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা এক সময় হিজবুল্লাহর একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে ওই এলাকা লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ওই এলাকায় আর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারবে না হিজবুল্লাহ।

এছাড়াও হিজবুল্লাহ লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে । হিজবুল্লাহর মাঝারি ও ভারী পাল্লার উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্র ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে অথবা লেবাননের সেনাবাহিনী জব্দ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0