Logo

সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত রাশিয়ার

সমরাস্ত্র উৎপাদনে এই মূহূর্তে বিশ্বে তৃতীয় স্থানে আছে রাশিয়া। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সমরাস্ত্র উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলিখানোভ এই ঘোষণা দিয়েছেন।

বুধবার (০৩ জুলাই) রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেওয়া এক বক্তব্যে আলিখানোভ বলেন, “আমাদের সব অস্ত্র কারখানা উৎপাদনের মধ্যে আছে। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কর্মসূচি প্রকল্পকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন। তার সেই পরামর্শকে আমলে নিয়েই শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় সবধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

সম্প্রতি সুইডেনভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সমরাস্ত্র উৎপাদনে এই মূহূর্তে বিশ্বে তৃতীয় স্থানে আছে রাশিয়া। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

প্রসঙ্গত, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর আকারও অনেক বড়। বিশাল এই প্রতিরক্ষা বাহিনীর রাশিয়াকে এমনিতেই বিপুল পরিমাণে সমরাস্ত্র তৈরি করতে হয়। গত তিন বছর ধরে চলমান ইউক্রেনে যুদ্ধ চলার কারণে দেশটিতে সমরাস্ত্রের উৎপাদনও বাড়ানোর আরও একটি কারণ।

এছাড়া নিজেদের চাহিদা মিটিয়ে রাশিয়া অন্যান্য দেশের কাছেও সমরাস্ত্র বিক্রি করে।

সূত্র : আনাদোলু এজেন্সি

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0