Logo

মেসির যে ৫ রেকর্ড এমবাপ্পে-ইয়ামালরাও ‘হয়তো’ ভাঙতে পারবেন না

মেসি শুধু গোল করেই নাম করেননি, তৈরি করেছেন এমন সব রেকর্ড যেগুলো ভাঙা প্রায় অসম্ভব। মেসির ক্যারিয়ার এখনও শেষ হয়নি। পরবর্তী প্রজন্মের তারকা কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামালরাও চলে এসেছেন ইতোমধ্যেই। তবে মেসির সে রেকর্ডগুলো তাদের পক্ষেও ভাঙা বোধ হয় অসম্ভবই।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আজ ২৪ জুন, ২০২৫। ফুটবল বিশ্বের সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসির ৩৮তম জন্মদিন।

এই বিশেষ দিনে মেসির ফুটবল যাত্রা ও রেকর্ডগুলো নতুন করে আলোচনায় এসেছে। দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে নতুনভাবে চিনিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। মাঠে তাঁর অসাধারণ দক্ষতা, দূরদর্শিতা ও ধারাবাহিকতা তাঁকে দিয়েছে এক অনন্য উচ্চতা।

মেসি শুধু গোল করেই নাম করেননি, তৈরি করেছেন এমন সব রেকর্ড যেগুলো ভাঙা প্রায় অসম্ভব। মেসির ক্যারিয়ার এখনও শেষ হয়নি। পরবর্তী প্রজন্মের তারকা কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামালরাও চলে এসেছেন ইতোমধ্যেই। তবে মেসির সে রেকর্ডগুলো তাদের পক্ষেও ভাঙা বোধ হয় অসম্ভবই।

কী সে রেকর্ডগুলো? চলুন দেখে নেওয়া যাক–

১। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল–

২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২টি গোল। এ এমন এক কীর্তি যা ভবিষ্যতে কেউ হয়তো ছুঁতে পারবে না। বিশেষ করে আজকের দিনে যেখানে খেলোয়াড়েরা ঘন ঘন ক্লাব বদলায়, সেখানে এত বছর এক ক্লাবে খেলে এত গোল করা প্রায় অসম্ভব।

২। সবচেয়ে বেশি ব্যালন ডি’অর–

মেসির সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনের একটি হলো ব্যালন ডি’অর। এই পুরস্কার তিনি জিতেছেন আটবার – ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে। এই অর্জন দেখায় কতটা সময় ধরে মেসি নিজেকে ধরে রেখেছিলেন শীর্ষ পর্যায়ের ফুটবলে।

৩। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল–

২০১২ সালে মেসি করেছিলেন ৯১টি গোল। আগের রেকর্ড ছিল জার্ড মুলারের। ফিটনেস, ফর্ম এবং ধারাবাহিকতা – সব একসঙ্গে না থাকলে এই ধরনের রেকর্ড সম্ভব নয়।

৪। সবচেয়ে বেশি অ্যাসিস্ট–

গোলের পাশাপাশি অ্যাসিস্টেও মেসি অনন্য। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টও তাঁর। ৩৬০টিরও বেশি অ্যাসিস্ট করে তিনি প্রমাণ করেছেন, তিনি শুধু গোলদাতা নয়, একজন সৃষ্টিশীল খেলোয়াড়ও।

৫। বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার–

বিশ্বকাপে গোল্ডেন বল মেসি জিতেছেন দুইবার, ২০১৪ ও ২০২২ সালে। এ কীর্তি আর কোনো ফুটবলারের নেই।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0