Logo

‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার মোহাম্মদপুরে

২৪ ঘণ্টা না পেরুতেই মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে 'লও ঠেলা' কিশোর গ্যাংয়ের নয় সক্রিয় সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: গ্যাংয়ের নাম ‘লও ঠেলা’। আর এই গ্যাংয়ের সদস্যরা মঙ্গলবার (১৩ মে) রাতে মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে এলাকায় আধিপত্য বিস্তার এবং ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে অবস্থার জানান দেয়।

এই ঘটনার পর নড়েচড়ে বসে মোহাম্মদপুর থানা পুলিশ। আর ২৪ ঘণ্টা না পেরুতেই মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে 'লও ঠেলা' কিশোর গ্যাংয়ের নয় সক্রিয় সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতার করা হয় মো. জোবায়ের ওরফে যুবরাজ (২২), মো. হাসান (১৯) মো. রায়হান (২৭), মো. ওয়াসিম (২৫), মো. আনোয়ার হোসেন রাজু, মো. নুরুল আমিন (১৮) মো. কামাল হোসেন (২২) মো. শাহিন (২৮) ও মো. মেহেদী হাসান (২৫)।

মোহাম্মদপুর থানা সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটার মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভয়ভীতি ও আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। মোহাম্মদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ডিএমপি জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশিয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0