Logo

বিসিএল খেলতে বাংলাদেশে আসতে পারে বিদেশি এক দল

নতুন সূচি অনুযায়ী, আগামী আগস্ট-সেপ্টেম্বরে মাঠে গড়াবে বিসিএল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: চলছে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। জাতীয় দল ব্যস্ত থাকলেও দেশের ঘরোয়া ক্রিকেটে আপাতত স্থবিরতা। নতুন সূচিতে গেল মে মাসে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর। তবে ভেন্যু জটিলতার পাশাপাশি ক্রিকেটারদের টুর্নামেন্ট ব্যস্ততায় পিছিয়ে যায় প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট।

নতুন সূচি অনুযায়ী, আগামী আগস্ট-সেপ্টেম্বরে মাঠে গড়াবে বিসিএল। গনমাধ্যমকে এমনটি জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। গোলাপি বলে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত লাল বলেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। নতুন করে আরেকটি বিষয়ের কথা জানালেন আকরাম।

আসন্ন আসরেও চারটি দল লড়বে। তবে তার মধ্যে একটি বিদেশি দলকে যুক্ত করার চেষ্টা করছে বিসিবি। চারটি দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড, তাদের মধ্যে থেকে একটি বিদেশি ঘরোয়া দলকে আনার চেষ্টায় আছে বিসিবি।

আকরাম খান বলেন, 'চারটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এর মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত। এখনো নিদিষ্ট হয়ে নিশ্চিত হয়নি কারা আসবে। এখন দেখা যাক কোন দল আসে শেষ পর্যন্ত।'

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0