বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশাবাদ জানিয়ে উপদেষ্টা পরিষদে অনুষ্ঠিতব্য বৈঠকের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলনকারীদের কোন কর্মসূচি না দিয়ে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এসময় তিনি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের নামে ‘সরকারি কাজে বাধা না দেওয়া’ ও বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকতে বলেন ।
সোমবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আহ্বান জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবির বিষয় নিয়ে আজ বৈঠকে বসছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত কমিটি। বৈঠকের সিদ্ধান্ত উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সে পর্যন্ত আন্দোলনকারীদের কোন কর্মসূচি না দিয়ে অপেক্ষা করার আহ্বান জানান উপদেষ্টা
তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারে অঙ্গীকার ছিল গুম-বিচারবহির্ভূত হত্যার বিচার করা। সেই লক্ষ্যে গুম বিষয়ক কমিশন গঠন করছে সরকার। আগামী এক মাসের মধ্যে গুম প্রতিরোধে আইন করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।
প্রসঙ্গত, ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটির পর গতকাল রবিবার থেকে খুলেছে অফিস-আদালত। এর দ্বিতীয় দিন, আজ থেকে আবারও আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারীদের জোট সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
সকাল ১১টার কিছু পরে সচিবালয়ের বাদাম তলায় সমবেত হয়ে তারা মিছিল নিয়ে নতুন কেবিনেট ভবনের সামনে অবস্থান করছেন।
বাংলাফ্লো/এনআর
Comments 0