Logo

দাবা খেলা নিষিদ্ধ করল আফগানিস্তান

দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।

দাবা

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।

ধর্মীয় আইনের ব্যাপারটি সামনে রেখে ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাউল্লাহ মাশওয়ানি এএফপিকে বলেন, ‘শরিয়তে (ইসলামি আইন) দাবাকে জুয়ার মাধ্যম হিসেবে গণ্য করা হয়। যা গত বছর ঘোষিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ।’

তবে কত দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। আতাউল্লাহ বলেন, ‘দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে।। যতক্ষণ না এই বিষয়গুলোর সমাধান হচ্ছে, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।’ এই তালেবান মুখপাত্র জানিয়েছেন, জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করেনি।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর ধর্মীয় দিক গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সিদ্ধান্ত নিচ্ছে। ক্রমবর্ধমান বিধিনিষেধের মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। দাবা নিষিদ্ধ হওয়ার আগে, আফগান দাবাড়ুরা খেলা চালিয়ে যাওয়ার অনুমতি ও সহায়তার জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে, তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0